ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে চলতি বছর ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় তিন মাসেরও কম সময়ের মধ্যে কমিটি ভেঙে দিলো বিএনপি।

পূর্বের খবরবিদৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
পরবর্তি খবরসোমবার থেকে ফের কর্মবিরতিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা