ঢাকার বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান, চলাচল ব্যাহত

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী, জাতীয় প্রেস ক্লাবসহ বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাজধানীর ব্যাটারিচালিত রিকশাচালকরা।

অন্যদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবি জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন বিভিন্ন স্থান থেকে আগত রিকশাচালকরা। এর ফলে পল্টন, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচল করা মানুষজন।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা, ভ্যান নিয়ে হাজির হতে থাকেন আন্দোলনকারীরা। অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা সেখানে গেছেন বলে জানা গেছে।

এ সময় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন। চিটাগাং রোড এলাকা থেকেও আরও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসছেন।

সরেজমিনে দেখা যায়, প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে করে লাল ব্যানার নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকরা স্লোগান দিতে দিতে জড়ো হতে থাকেন।

মিছিলটি দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার মোড় ও কদম ফোয়ারা হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ এমন স্লোগান দিতে থাকেন। অন্যপাশে দেখা যায়, মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

অন্যদিকে তাদের সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

প্রেস ক্লাব এলাকা ছাড়াও রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাদের এই অবরোধের ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচল করা মানুষজন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী অঞ্চলের সহকারী কমিশনার আখতারুজ্জামান জানিয়েছেন, সকালে যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় ব্যাটারি রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। সকাল ৯টার পর তারা পৌনে এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ করেন। সেসময় যানচলাচল বন্ধ হয়ে যায়। পৌনে ১০টার দিকে তারা সেখান থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় সকালে সড়ক অবরোধের পর মিছিল নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সমাবেশে যেতে দেখা যায় আন্দোলনকারীদের।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

এস/ভি নিউজ

পূর্বের খবররাষ্ট্রপতি পদে সরাসরি ভোটের প্রস্তাব জ্যেষ্ঠ সাংবাদিকদের
পরবর্তি খবরট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স, শেষ হলো প্রশাসন সাজানোর কাজ