ঢাকার আজিমপুর থেকে অপহৃত ৮ মাসের শিশু মোহাম্মদপুরে উদ্ধার

রাজধানীর আজিমপুর থেকে অপহৃত আট মাস বয়সী শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র‍্যাব এ তথ্য জানিয়েছে।

রাবের আইন ও গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা জানান, আজিমপুর থেকে শিশু অপহরণের ঘটনার বিস্তারিত তথ্য দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানাবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

গতকাল শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ফারজানা নামের এক নারীর শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল জানান, ওই বাসায় তার আগের দিন বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। গতকাল সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কন্যাশিশুকে নিয়ে গেছেন।

এস/ভি নিউজ

পূর্বের খবরজুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার দাবি জাতীয় নাগরিক কমিটির
পরবর্তি খবরইসরায়েলি হামলায় গাজায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত