রাজধানীর আজিমপুর থেকে অপহৃত আট মাস বয়সী শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র্যাব এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ফারজানা নামের এক নারীর শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাসার তত্ত্বাবধায়ক মোহাম্মদ ইসরাফিল জানান, ওই বাসায় তার আগের দিন বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। গতকাল সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কন্যাশিশুকে নিয়ে গেছেন।
এস/ভি নিউজ