এ বছর রাজধানী ২৫৩টি স্থানে পূজামণ্ডপ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান। দুর্গাপূজাকে ঘিরেঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরে এ বছর ২৫৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বিজয়াদশমী পর্যন্ত উৎসব উদযাপনে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
যেকোনো দুর্ঘটনা মোকাবেলা করতে এ সময় পুলিশের বিশেষ অভিযানের মহড়া দেন ডিএমপির বিভিন্ন ইউনিট সদস্যরা। দেবী বিসর্জনের জন্য নগরীর ১৫টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে এ সময় উল্লেখ করেন মাইনুল হাসান।
সব ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা সাতটার মধ্যে দেবী বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। বলেন, ইতোমধ্যেই পুলিশের মনোবল ফিরে আসতে শুরু করেছে।
এস/ভি নিউজ