ঢাকায় আজও বৃষ্টি, দেশের বিভিন্ন জায়গায় হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল বুধবার দেশজুড়ে বৃষ্টি হয়েছে। এর ফলে যে প্রচণ্ড গরম পড়েছিল, তা খানিকটা হলেও কমেছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তবে বৃষ্টি ঝরানো লঘুচাপ দুর্বল হয়ে গেছে। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ গতকালের তুলনায় কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে গরম আবার বাড়তে পারে। তবে ১ অক্টোবর থেকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে।

চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী আবহাওয়া পরিস্থিতির যে পূর্বাভাস দিয়েছিল, সেখানে বলা হয়েছিল, এ মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে।

এস/ভি নিউজ

পূর্বের খবরবগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও অসুস্থ্য ব্যক্তিদের চেক হস্তান্তর
পরবর্তি খবরমানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩