ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের সাবেক এই অতিরিক্ত মহাপরিদর্শক পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। তিনি মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
শেখ সাজ্জাত আলী সর্বশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৭ নভেম্বর তাঁকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকার মামলা নম্বর ৩৩/২০১৭-এর ০৩–০৯–২০২৪ দেওয়া রায় অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ নভেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতা ও অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।
সরকার পতনের পরদিন ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না। এর কিছুদিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে। আজ ডিএমপি কমিশনার ছাড়া আইজিপি পদেও পরিবর্তন আনা হয়েছে।
এস/ভি নিউজ