vnews – ঠাকুরপুকুর দুর্ঘটনা ঘিরে উত্তাল গোটা টলিউড । মদ খেয়ে গাড়ি চালানোর প্রতিবাদে সরব হয়েছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। ঘটনার তীব্র নিন্দা করেছেন সাধারণ মানুষেরাও। এর জেরে বুধবারই সিরিয়াল থেকে বাদ পড়েছে ঋ সেন ও স্যান্ডি সাহা এবার এই ঘটনা প্রসঙ্গে সরব হলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত
নুসরত জাহান ও যশ দাশগুপ্তের আগামী ছবি ‘আড়ি’। সেই ছবির প্রচারেই মাঝেই একটি ছবি পোস্ট করেন নুসরত। সেখানে লেখা, ‘যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে, তাদের সবার সাথে আড়ি’। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানোকে আমরা সাপোর্ট করি না। দায়িত্ববান হন।’ সম্প্রতি এই ঘটনায় সোচ্চার হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
গত রবিবার (৬ এপ্রিল) সকালে ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। সেই আহতদের মধ্যে একজন ইতোমধ্যেই প্রয়াত, অন্যজন আশঙ্কাজনক, আহত আরও ৪। আগামী ১৬ এপ্রিল অবধি ভিক্টোকে পুলিসি হেফাজত দিয়েছে আলিপুর কোর্ট । সেই গাড়িতে ভিক্টো ছাড়াও ছিলেন দুই মহিলা, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋ সেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছিলেন ঋ, অন্যদিকে শ্রিয়াকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। সিনে দুনিয়ার এই তিন ব্যক্তির কাণ্ডে কার্যত হতবাক গোটা ইন্ডাস্ট্রি।
-এপিবি আনন্দ