ট্রাম্পের জয়ে ঊর্ধ্বমুখী এশিয়ার শেয়ারবাজার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ নভেম্বর) সর্বশেষ প্রকাশিত ফলাফলে সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন ট্রাম্প।

ট্রাম্পের বিজয়ের খবরে জাপান ও দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার শেয়ারবাজার এখন ঊর্ধ্বমুখী। বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, জাপানের নিক্কেই সূচক বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ড এএসএক্স সূচক বেড়েছে দশমিক ৮ শতাংশ।

এর গত গত মাসে জাপানের ভোটাররা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন তাদের দেশের দীর্ঘদিনের ক্ষমতাসীন দলকে প্রত্যাখ্যান করে। ১৯৫৫ সাল থেকে প্রায় একটানা শাসন করা জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো নিম্নকক্ষে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

তবে এর বিপরীতে চীনা শেয়ারবাজারের প্রবণতার বিপরীতে ছিল। সাংহাই কম্পোজিট সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে, অন্যদিকে হংকংয়ের হ্যাং সেং সূচক ২ দশমিক ৭ শতাংশ কমেছে। আগামী রাষ্ট্রপতি নির্বাচনের খবরে বিটকয়েন নতুন রেকর্ড ছুঁয়েছে। মার্চের রেকর্ড ভেঙে বিটকয়েনের মূল্য ৭৫০৬০ ডলারে বেড়ে দাঁড়িয়েছে।

নির্বাচনের ফলাফল আইটি এবং ফার্মার মতো অনেক দেশীয় খাতের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করে। এছাড়াও, ট্রাম্প সরকারের নীতিগুলো অটোমোবাইল, ব্যাংকিং, প্রতিরক্ষা এবং তেল ও গ্যাসসহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

এস/ভি নিউজ

পূর্বের খবরTrump wins US presidential election: US media
পরবর্তি খবরট্রাম্পকে অভিনন্দন জানালেন যেসব রাষ্ট্রনেতা