টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

লম্বা সময় পর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ফিরল টেস্ট ক্রিকেট। পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি। ভারত সফর কেটেছে দুঃস্বপ্নে। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ফিরছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে। তাতে টস ভাগ্যটাও পাশে পেয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ।

 এদিকে টসের আগে নিশ্চিত হয়েছে বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এদিন জাকেরকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জাকের।

এস/ভি নিউজ

পূর্বের খবরলেবানন থেকে এ সপ্তাহে দেশে ফিরছেন ১১৯ বাংলাদেশি
পরবর্তি খবরদাহ নয়, মনি কিশোরের ইচ্ছে পূরণেই দাফন করা হবে মরদেহ