ঝালকাঠিতে করোনাভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মুসলমানদের ঈদসামগ্রী দিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ।
রোববার সকালে জেলা শহরের মদনমোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে এই সামগ্রী দেওয়া হয়। সামগ্রীর মধ্যে রয়েছে পোলাওয়ের চাল, সেমাই, চিনি, দুধ, তেল ও আলু।
ঝালকাঠি পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অসীম কুমার সাহা বলেন, “অসাম্প্রদাদিক চেতনা ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা কর্মহীন হয়ে পড়া মুসলমান ভাইদের জন্য ঈদ উপলক্ষে এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখা হবে।”
এ সময় পূজা উদযাপন পরিষদের আরেক উপদেষ্টা আইনজীবী নির্মল কান্তি দে তরণী, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা কমিটির সভাপতি দিলীপ কুমার হালদার, সাধারণ সম্পাদক অসীতকুমার সাহাসহ হিন্দু নেতারা উপস্থিত ছিলেন।