জার্মানিতে ধর্মঘটে বাতিল কয়েক হাজার ফ্লাইট ।
জার্মানির ১৩টি বিমানবন্দরে ২৪ ঘণ্টার ধর্মঘটে বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে
কর্মীদের আট শতাংশ বেতন বৃদ্ধি, উচ্চতর বোনাস এবং অতিরিক্ত তিন দিনের ছুটির দাবি আদায়ের জন্য এই ধর্মঘট ডাকে ট্রেড ইউনিয়ন ভ্যার্ডি। সরকারের পক্ষ থেকে এসব দাবিকে অর্থনৈতিকভাবে ‘অগ্রহণযোগ্য’ বলা হয়েছে।
বিষয়গুলো নিয়ে দ্বিতীয় দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার আবার এই ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ইউনিয়ন ভ্যার্ডি। প্রায় ২৫ লাখ সরকারি কর্মীর দাবি আদায়ের জন্য এই ধর্মঘট ডেকেছে তারা।
ফ্রাঙ্কফুর্ট ছাড়াও হামবুর্গ, বার্লিন, মিউনিখসহ জার্মানির প্রধান সব শহরের বিমানবন্দরই এই ধর্মঘটের আওতায় রয়েছে।
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ১,০৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে। বার্লিন ও হামবুর্গ বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। জার্মানির বিমানবন্দর সমিতি – এডিভি বলছে, ধর্মঘটের ফলে পাঁচ লাখেরও বেশি যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। জার্মানির পাবলিক ব্রডকাস্টার এআরডি জানিয়েছে, হামবুর্গ বিমানবন্দরে পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীরা লাগেজ ফেরত পেতে সমস্যায় পড়েছেন।
জার্মান রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফটহানসাও ব্যাপক হারে ফ্লাইট বিলম্ব ও বাতিলের ফলে ভোগান্তির কথা স্বীকার করেছে।
ভ্যার্ডির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, ফেডারেল এবং স্থানীয় সরকারের অধীনে থাকা নানা প্রতিষ্ঠানে সপ্তাহজুড়ে ধর্মঘট হতে পারে। ইউনিয়নটির এক মুখপাত্র ডিডাব্লিউ-কে বলেছেন, “ধর্মঘটের প্রভাব দৃশ্যমান করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।”
বেতন নিয়ে পরবর্তী দফার আলোচনা শুক্রবার বার্লিনের কাছাকাছি পটসডামে অনুষ্ঠিত হবে।
-, রয়টার্স