জামায়াতে ইসলামীঃ অমিত শাহের বক্তব্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না

বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে বলে হুমকি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বলেও মন্তব্য করেছে দলটি।

রোববার (২২ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার- মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।

এ ধরনের বক্তব্য পরিহার করতে অমিত শাহের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, এ বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

এস/ভি নিউজ

পূর্বের খবররাজধানীতে যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট
পরবর্তি খবরআইনি প্রক্রিয়া শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান