এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাপা নেতৃবৃন্দ বলেন, সন্ধ্যার আগে ডাকবাংলো ফেরিঘাট থেকে একটি মশাল মিছিল এসে পার্টি অফিসে হামলা করে। আগে থেকেই বিষয়টি আঁচ করতে পেরে জাপা নেতৃবৃন্দ ডাকবাংলা পার্টি অফিসে অবস্থান করছিলেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, নগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাপা নেতা এরশাদুজ্জামান ডলার, ডা. সৈয়দ আবুল কাশেম, শেখ সাদী, যুবসংহতি নেতা তোবারেক হোসেন তপুসহ জাপা নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় ডাকবাংলাস্থ পার্টি অফিস চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
এ ব্যাপারে কেএমপির খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বলেন, হামলাকারীরা মাত্র তিন মিনিটের মধ্যেই ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা দুই টি প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দেন। তারা পুলিশ ও জাপা অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এস/ভি নিউজ