জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সম্পাদকের পদত্যাগ

জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল-মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করেছেন।

বুধবার সকাল ১০টায় তারা পদত্যাগ করেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্টির অবস্থান সাংঘর্ষিক হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারণ গত ১৩ আগস্টে কোটা আন্দোলনে সমর্থন দিয়ে বিবৃতি এবং ১৭ জুলাই কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম এবং সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ ছিল আমাদের।

সারাদেশে জাতীয় ছাত্র সমাজের অনেক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে পার্টির অবস্থান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এস/ভি নিউজ

পূর্বের খবর‘জুলাই অভ্যুত্থান’ যুক্ত হতে পারে নতুন জাতীয় দিবসে, জানালেন তথ্য উপদেষ্টা
পরবর্তি খবরCA for enhanced trade cooperation between Bangladesh and Bhutan