জাতিসংঘের তদন্তে সরকার পূর্ণ সমর্থন দেবে: ড. ইউনূস

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বহু মানুষের প্রাণহানির ঘটনা তদন্তে জাতিসংঘকে সরকার পূর্ণ সমর্থন দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রোববার (১৮ আগস্ট) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন ড. ইউনূস। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রাণহানির ঘটনা তদন্ত করবে জাতিসংঘ। ড. ইউনূস সংস্থাটিকে স্বাগত জানিয়ে বলেন, আমরা চাই, শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে, এটির গ্রহণযোগ্য ও পক্ষপাত অবলম্বন না করে একটি তদন্ত হবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার জাতিসংঘকে পূর্ণ সমর্থন দেবে।

ব্রিফিংয়ে ভারত, যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার ৫০ জনের বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। কূটনীতিকরা কোনো প্রশ্ন করেছেন কি না- জানতে চাইলে প্রেস সচিব বলেন, প্রশ্নের উত্তর ছিল না। উনি সমর্থন চেয়েছেন। বাংলাদেশকে পুনর্নির্মাণে পূর্ণ সমর্থন চেয়েছেন।

ড. ইউনূস বলেন, শিক্ষার্থীরা যে বাংলাদেশ চায় সেটা করার চেষ্টা করবেন। এমন একটা বাংলাদেশ যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, বাকস্বাধীনতা থাকবে, মানবাধিকার থাকবে। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ যত আন্তর্জাতিক অ্যাগ্রিমেন্ট করেছেন, তার যত লিগ্যাল অবলিগেশন আছে সেগুলো ফুলফিল করা হবে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ, গ্লোবাল এজেন্সিসহ পার্টনাদের রোহিঙ্গাদের অর্থায়নে সহায়তা অব্যাহত রাখতে অনুরোধ করেন তিনি।

এস/ভি নিউজ

পূর্বের খবরটালিউডে সংসার ভাঙনের খবর
পরবর্তি খবরবলিউডে ভদ্র মানুষ খুঁজে পেলে আশ্চর্য হতাম: কঙ্গনা