জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন জয়পুরহাট প্রেসক্লাব এর নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। নির্বাচনে আবু বকর সিদ্দিক সভাপতি ও মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন এক সভায় মিলিত হন। সেখানে জেলায় যেসকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন ছিল তারা সকলে মিলে একসাথে থাকার প্রত্যয় নিয়ে বিভিন্ন প্রেসক্লাবের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে জয়পুরহাট প্রেসক্লাব এ যোগ দেন। সেখানে শতাধিক সাংবাদিকগণের উপস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে বৈষম্যবিরোধী নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হন বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক যায়যায়দিন পত্রিকা ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ রানা।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে দিগন্ত টিভি ও দৈনিক বনিকবার্তা প্রতিনিধি মাশরেকুল আলম, আরটিভি ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, বিটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, এসএ টিভি প্রতিনিধি সোহেল আহমেদ লিও, দেশ টিভি ও দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি শামীম কাদির, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মোমেন মুনি, সময় টিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি আবু মুসা, দপ্তর সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ওমর আলী বাবু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাছরাঙ্গা টিভি প্রতিনিধি আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৭১ টিভি প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে দৈনিক লাখোকন্ঠ প্রতিনিধি ইসমাঈল হোসেন নির্বাচিত হন। এসময় জয়পুরহাট জেলায় জেলা প্রতিনিধি হিসাবে কাজ করা সকলকে নিয়ে ৮০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।