ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের তালিকা এ মাসেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরো জানান, গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার কাজ আগামী সপ্তাহে শুরু হবে।
তিনি বলেন, শহীদদের তালিকা প্রায় শেষের দিকে।
শহীদ পরিবার নিয়ে আমরা এ মাসে একটি স্মরণসভা করব। ফাউন্ডেশনের কার্যক্রম চলছে, সেটির ঘোষণা হবে। আহত ও শহীদ পরিবারের প্রতি আমাদের আর্থিক ও অন্যান্য যে প্রতিশ্রুতি আছে, সেখান থেকে দেওয়া হবে এবং তালিকাটিও আমরা সেখান থেকে ঘোষণা করব। সেটিও এ মাসেই হবে।
নাহিদ বলেন, কেবিনেটে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। ৩৬ জুলাই অথবা ৫ আগস্ট জনগণ এটি জয় করেছে। অনেক রক্ত ও আত্মত্যাগের ভেতর দিয়ে আমরা এই ৫ আগস্টের মুহূর্তটি পেয়েছি, ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে।
উপদেষ্টা নাহিদ আরো বলেন, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন রাখতে চাই, যেকোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণতি হয়; জনগণই যে আসল ক্ষমতার মালিক, সেটি নিদর্শন হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য আমরা গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে।
জাদুঘরে ৩৬ দিনের অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতি ও দিনলিপি, আন্দোলনে শহীদদের তালিকা ও স্মৃতি এবং গত ১৬ বছরের নিপীড়ন-গুম-বিচারবহির্ভূত হত্যার চিত্র তুলে ধরা হবে বলেও এ সময় জানান তিনি।
এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
এস/ভি নিউজ