জেনিফার লোপেজ, আমেরিকান গায়িকা ও অভিনেত্রী। গত শতকের নব্বইয়ের দশক থেকে অভিনয় করে যাচ্ছেন। তবে জগতজুড়ে তাঁর অধিক খ্যাতি গানের জন্য। অন্যদিকে লোপেজ মনে মনে চেয়ে এসেছেন, এমন একটা দিন আসবে, যখন তাঁর অভিনীত ছবি দেখে সবাই মুগ্ধ হয়ে কুর্নিশ জানাবে।
প্রদর্শনী শেষে স্ট্যান্ডিং ওভেশন [দাঁড়িয়ে সম্মান জানানো] পেয়েছে ছবিটি। আর সেই মুহূর্ত দেখে আবেগ ধরে রাখতে পারেননি জেনিফার। চোখ ভিজেছে জলে, আপ্লুত কণ্ঠে জানিয়েছেন অনুভূতি। জেনিফার বলেন, ‘গোটা জীবন ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে আর্জেন্টিনার স্বৈরশাসন আমল তথা ‘ডার্টি ওয়ার’ সময়ের প্রেক্ষাপটে। যেখানে কারাগারের শোষণ, নিপীড়নের মধ্য দিয়ে তৎকালীন বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে জেনিফার লোপেজের সঙ্গে আছেন তনাতিউ এলিজারাজ, দিয়েগো লুনা, টনি দেবোলানি প্রমুখ।