চীন ভারত ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত অভিনন্দন বার্তায় শি জিনপিং

 

ভিনিউজ : এবার চীন-ভারত সম্পর্ক নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১ এপ্রিল) তাদের কূটনৈতিক সম্পর্ক শুরুর ৭৫তম বার্ষিকীতে এক অভিনন্দন বার্তায় এমন আগ্রহ প্রকাশ করেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা-সংস্থা রয়টার্স।

বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে বলেন, চীন ও ভারতের আরও ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত। দুই দেশের সম্পর্ক ‘ড্রাগন-হাতির ট্যাঙ্গো’ নৃত্যের রূপ নেওয়া উচিত।

২০২০ সালে হিমালয়ে দুই দেশের সীমান্তে সৈন্যদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা কমে এসেছে।

অভিনন্দন বার্তায় শি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের উপায় খুঁজে বের করা উচিত।

তিনি আরও বলেন, চীন তার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়ে যোগাযোগ বাড়ানোসহ সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি রক্ষা করতে প্রস্তুত।

 

পূর্বের খবররাশিয়ার বাধ্যতামূলক সেনা নিয়োগ শুরু করেছেন পুতিন
পরবর্তি খবরড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে ব্যাংককে