করোনাভাইরাস চীনের ল্যাব থেকে এসেছে এ তথ্য প্রত্যাখান করেছে আন্তজার্তিক বিশেষজ্ঞের দল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসন্ধানী মিশনের প্রধান পিটার বেন এমবারেক বলছেন, উহান শহরের একটি ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এই সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেন, ভাইরাসের উৎস খুঁজে বের করতে আমাদের আরো কাজ করতে হবে। একজন বিশেষজ্ঞ বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন অনুসন্ধান চালানো হচ্ছে। অনুসন্ধানের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০১৯ সালের শেষের দিকে উহানে সর্বপ্রথম করোনাভাইরাসের খোঁজ পাওয়া যায়। বিশ্বে এ পর্যন্ত ১০ কোটি ৬০ লাখের বেশি করোনার রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ লাখ মানুষ। বিশেষজ্ঞদের ধারণা কোনো প্রাণীর শরীর থেকে ভাইরাসটি প্রথমে ছড়িয়েছে, মানুষের মাধ্যমে না। তবে এ বিষয়ে তারা এখনো নিশ্চিত না।
সূত্র: বিবিসি