কারামুক্ত হয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গারদখানা থেকে তিনি কারামুক্ত হন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানার ইনচার্জ এসআই মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ আলম শাহীন জানিয়েছেন, আর কোনো মামলায় সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়নি। যে কোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।
এদিন আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সাবের হোসেনকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করেন বিএনপি নেতাকর্মী। সাবেরের আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়ে টিপ্পনী কাটেন কেউ কেউ। এ ছাড়া আদালতে পুলিশের বেষ্টনি ভেঙে তার ওপর হামলার চেষ্টা করেন কয়েকজন। পুলিশ সদস্যরা ধাক্কা দিয়ে হামলাকারীদের সরিয়ে দেন এবং দৌঁড়ে সাবের চৌধুরীকে হাজতখানার ভেতর নিয়ে যান।
আইনজীবী মোরশেদ হোসেন জানিয়েছেন, খিলগাঁও থানার চার হত্যা এবং পল্টন থানার দুই হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
এস/ভি নিউজ