·
ভিনিউজ : ঈদ মানেই আনন্দ। একসময় এই দিনটি ছিল আমাদের হাসি-আনন্দ, আড্ডা আর মিলনের সবচেয়ে বড় উপলক্ষ। কিন্তু কবে যেন ঈদ হয়ে উঠেছে শুধুই একটা ছুটি—একটা গদবাঁধা রুটিন!
এটাকেই বদলাতে, ঈদের সেই পুরনো উৎসবের আমেজ ফিরিয়ে আনতেই, গুলশান সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করছে “চাঁদরাত ফেস্ট” ।আজ ২৯ মার্চ থেকে চাঁদরাত পর্যন্ত, প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা, গুলশান লেক পার্কে।
এই উৎসব শুধু কেনাকাটার বা সাজসজ্জার থাকবে জন্য নয়—এটা যেন হয় সবার সঙ্গে সবার দেখা হওয়ার এক উপলক্ষ, একটা আসল কমিউনিটির মিলনমেলা।
মিলনা মেলায় থাকছে:
সেহেরি আর ইফতারের স্বাদে ঠাসা খাবারের আয়োজন।
হেনা লাউঞ্জে সেজে ওঠার সুযোগ।
কাওয়ালির সুরে ডুবে যাওয়ার রাত।
পাপেট শো, বায়োস্কোপ—শিশুদের জন্য জাদুর দুনিয়া।
আতর, টুপি, গহনা, জায়নামাজ আর লাইফস্টাইল স্টল—ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা।
গুলশান সোসাইটি সভাপতি ব্যারিষ্টার ওমর সাদাত তার ফেসবুক স্ট্যাটাসে লিথেছেন , চাঁদরাত এবার হোক শুধুই ব্যক্তিগত প্রস্তুতির দিন নয়—একসঙ্গে আনন্দ করার, একসঙ্গে ঈদকে বরণ করার দিন। আসুন, সবাই মিলে আবার গড়ে তুলি একটি প্রাণবন্ত গুলশান। চলে আসুন প্রতিবেশী, পরিবার-পরিজন নিয়ে, বন্ধুদের সঙ্গে। আড্ডা জমবে দারুন।