কে হবেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী? লড়াইয়ে রয়েছেন এই ভারতীয় বংশোদ্ভব অনিতা আনন্দ
ভিনিউজ ডেস্ক : অব্যাহতি নিলেন ট্রুডো। আর থাকবেন না প্রধানমন্ত্রীর পদে। এমনই ঘোষণা করেছেন তিনি। এরপরই পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। বেশ কিছু নাম জমা পড়েছে সেখানে। এর মধ্যেই এমন এক মহিলার নাম উঠে এল যিনি ভারতীয় বংশোদ্ভুত। কে তিনি? কী তার পরিচয়?
জানা গিয়েছে, তার নাম অনিতা আনন্দ। শুধু তিনি একা নন, আরও বেশ কিছু নাম উঠে এসেছে সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। এদের মধ্যে রয়েছেন, পিয়ারে পলিভিয়ার, ক্রিশ্চিয়া ফ্রিল্যান্ড, মার্ক কার্ণে সহ অনেকেই। কিন্তু তাদের মধ্যে অনিতার নামটা সবচাইতে গুরুত্বপূর্ণ। তার নামটাই বিশেষ ভাবে আলোচিক হচ্ছে । জানা গিয়েছে, পেশায় এই মহিলা একজন আইনজীবী। ২০১৯ সালে লিবারেল পার্টিতে প্রথম তিনি যোগ দেন। ৫৭ বছর বয়সী এই আইনজীবী বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজের ছাপ রেখেছেন। বেশ কিছু ভাল মামলা লড়ে দলকে জিতিয়েছেন। এই কারণে তাঁর অসাধারণ কর্মজীবনের জন্য দলের কাছেও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি।
অন্যদিকে গত সোমবার কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডো। প্রায় দশ বছর পর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। তার কারণ তিনি সাধারণ মানুষদের সমর্থন হারিয়েছেন। ঘোষণা করেছিলেন, অভ্যন্তরীণ দলীয় কোন্দল তাঁকে পরবর্তী নির্বাচনে কানাডার নেতৃত্ব দিতে বাধা দেবে। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা উল্লেখ করে বলেছেন, দল এবং সাধারণ মানুষের কথা ভেবে তিনি এই কাজ করে থাকেন। মানুষের পাশে থাকার জন্য কোনও কাজে সহজে পিছপা হন না৷ তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ট্রুডোর দাবি, তিনি কানাডাবাসীকে ভালবাসেন। তাই তিনি এখনও পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তা দেশের কথা ভেবেই নিয়েছেন। অন্যদিকে, জানুয়ারির ২৭ তারিখ কানাডার পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা ছিল কিন্তু তাতে আপাতত স্হগিতাদেশ জারি রয়েছে। যতক্ষণ পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হচ্ছেন ততক্ষণ থাকবে এই স্হগিতাদেশ। জানা গিয়েছে, মার্চের ২৪ তারিখের মধ্যেই নতুন নেতা ঘোষণা করবে দল।
অনিতা আনন্দ বর্তমানে দায়িত্ব সামলাচ্ছেন পরিবহণ মন্ত্রকের। সর্বভারতীয় সংবাদ সংস্থা বিবিসির তালিকা অনুযায়ী, কানাডার সফল পাঁচজন লোকের মধ্যে রয়েছেন তিনি। তাঁর জন্ম কেন্টভেলি, নোভা স্কোটিয়াতে। তাঁর বাবা এসভি আনন্দ এবং মা সরোজ ডি রাম দুজনেই ছিলেন ডাক্তার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়েছেন অনিতা আনন্দ। এছাড়াও কুইন ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স এবং টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়েছেন তিনি। রাজনীতির আঙিনায় প্রবেশের আগে তিনি আইন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এরপর তিনিই হয়ত হতে পারেন কানাডার সম্ভাব্য প্রধানমন্ত্রী।