শৌভিক বাগ: বাংলা বিনোদন জগতে এখন সিরিয়াল গুলির একচ্ছত্র আধিপত্য । বাঙালি সন্ধ্যা হতে না হতেই হাতে গরম চায়ের কাপটি নিয়ে টিভিতে বাংলা সিরিয়ালে প্রতিদিন চোখ রাখবেই রাখবে। সিরিয়ালের দৃশ্যপট, গল্প, নায়ক নায়িকাদের গ্ল্যামার সবকিছুই আকর্ষণের বিষয় থাকে। সিরিয়াল জগৎ কে ঘিরে অন্ন সংস্থান হয় হাজারো মানুষের।
নায়ক নায়িকাদের বিষয়ে খুঁটিনাটি জানার কৌতূহল প্রায় সব মানুষেরই থাকে। এবার তাহলে একবার দেখে নিন সিরিয়ালের অভিনেত্রীদের পারিশ্রমিক কত সেই ব্যাপারটি- প্রথমেই আসি জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার কথা। জি বাংলা আর স্টার জলসা বর্তমানে বাংলা সিরিয়ালের জগতের সেরা চ্যানেল। জি বাংলার সিরিয়াল করুণাময়ী রানী রাসমণি নায়িকা দিদিপ্রিয়া রায় সবারই চেনা।