কিছু উচ্চাভিলাষী সদস্য পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ‘পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।’

আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপিকে ঢেলে সাজানো হবে উল্লেখ করে মো. মাইনুল হাসান বলেন, ‘বাহিনীর যারা অপেশাদার আচরণ করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ঊর্ধ্বতন পুলিশের অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, পুরোপুরি পুলিশিং ব্যবস্থা চালু করতে আরও কিছু সময় লাগবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, বিশেষ কোনো জেলার সদস্যদের দিয়ে ডিএমপি পরিচালিত হবে না, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে।

এস/ভি নিউজ

পূর্বের খবরহত্যা মামলা: সাকিবকে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ
পরবর্তি খবরডাবল সেঞ্চুরির সুযোগ হারিয়ে যে রেকর্ডে নাম লেখালেন মুশফিক