কলেজমাঠে হলুদ চাষ, অধ্যক্ষ বলছেন ‘শিক্ষার্থীদের কৃষি বিষয়ে জ্ঞান অর্জন’

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়ায় ড. এনামুল হক কলেজমাঠে হলুদ চাষ করা হয়েছে। এতে শিক্ষার্থীরা খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে মাঠ থেকে হলুদের গাছগুলো অপসারণে কলেজের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলা সদর থেকে মাত্র সাত কিলোমিটার দক্ষিণে ভেলুরপাড়া চারমাথায় ড. এনামুল হক কলেজ। জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হকের নামানুসারে কলেজটি প্রতিষ্ঠিত। এখানে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি পাঠদান করা হয়। এ ছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি ও বিএ/বিএসএস কোর্স চালু রয়েছে।

সীমানাপ্রাচীর পরিবেষ্টিত কলেজচত্বরে খেলার মাঠে রোপণ করা হয়েছে বিভিন্ন শাকসবজি ও ফলমূলের গাছ। পাশাপাশি কলেজের দুটি অ্যাকাডেমিক ভবনের সামনে বিশাল ফাঁকা জায়গায় হলুদ চাষ করা হয়েছে। বর্তমানে হলুদ গাছগুলো সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট উঁচু হয়েছে। হলুদের ক্ষেতের দুপাশ দিয়ে রয়েছে কলেজের অভ্যন্তরীণ রাস্তা। সে রাস্তা দিয়ে কলেজের দক্ষিণ পাশে লাইব্রেরিতে শিক্ষার্থীরা যাতায়াত করেন। দক্ষিণ পাশে রয়েছে কলেজের স্থায়ী মঞ্চ।

কলেজচত্বরে হলুদ গাছ রোপণের কারণে শিক্ষার্থীরা অবসরে খেলাধুলা ও বিনোদনবঞ্চিত হচ্ছেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান বন্ধ রয়েছে।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা অভিযোগ করেন, ‘অধ্যক্ষ আবদুল মালেক কলেজমাঠে শাকসবজি ও হলুদ চাষ করায় আমরা খেলাধুলা ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছি। মাঠে হলুদ চাষ করায় মঞ্চে যাতায়াত করতে সমস্যা হওয়ায় দীর্ঘদিন ধরে অনুষ্ঠান বন্ধ রয়েছে।’

অভিভাবক মিজানুর রহমান, সুলতান আলী, সোহেল রানা প্রমুখ অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ শাকসবজি ও হলুদ চাষাবাদ করায় কলেজমাঠ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থীরা খেলাধুলা ও বিনোদনবঞ্চিত হচ্ছেন। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ প্রসঙ্গে ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আবদুল মালেক বলেন, ‘আগে কলেজের মাঠ নিচু ছিল। মাটি কেটে উঁচু করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের কৃষি বিষয়ে ব্যবহারিক জ্ঞানের জন্য মাঠে হলুদ চাষ করা হয়েছে।’

এ ব্যাপারে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ গভর্নিং বডির সভাপতি স্বীকৃতি প্রামাণিক বলেন, ‘কলেজমাঠে চাষাবাদের ব্যাপারে কেউ আমাকে অবহিত করেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

এস/ভি নিউজ

পূর্বের খবর২৮ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার
পরবর্তি খবরবছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু আরো ৮ জনের