কলকাতায় মাধুরীর সঙ্গে ঋতুপর্ণা, কী কথা হলো দুই অভিনেত্রীর

আরজি করকাণ্ডের চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার চেয়ে ভারতজুড়ে তথা কলকাতার বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা লাগাতার আন্দোলনে মাঠে নেমেছেন। কখনো রাত দখলে শামিল হচ্ছেন, কখনো ছুটে গেছেন মহামিছিলে, আবার কখনো অন্যত্র।

এর মাঝেই এবার শহর কলকাতায় অতিথি হয়ে এসেছেন মাধুরী দীক্ষিত। এবার মাধুরী দীক্ষিতের সঙ্গে সাক্ষাতে ঋতুপর্ণা সেনগুপ্ত। নেপথ্যে শহরের নামি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠান। টালিউড অভিনেত্রীর কাছে যেন ‘ফ্যানগার্ল মোমেন্ট’। পরস্পরকে অভিবাদন জানালেন দুই অভিনেত্রী। চলল সাজের প্রশংসাবিনিময়। ঋতুপর্ণা নিজের সংগ্রহ থেকে একটি শাড়ি উপহার দিলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে।

কী কথা হলো অভিনেত্রীর সঙ্গে—আনন্দবাজার অনলাইনকে সে কথা জানালেন ঋতুপর্ণা— মাতৃত্ব নিয়ে কথা বললেন তারা। দুজনের সন্তান পড়াশোনার সূত্রে মার্কিন মুলুকে। ছেলে বিদেশ বিভুঁইয়ে, তাই দুশ্চিন্তা থেকেই যায়। মাঝে মাঝে ছেলেকে দেখতে দেশের বাইরে পাড়ি দেন দুই মা। নিজেদের মধ্যে শেয়ার করে নিলেন সেই অভিজ্ঞতা।

ঋতুপর্ণা বলেন, মাধুরীর বিয়ে হওয়ার পর টালিউড অভিনেত্রীকে তার ঘনিষ্ঠরা বলতেন— দেখ তোমার স্বামী বাইরে থাকেন। মাধুরীর স্বামীও বাইরে থাকেন। মাধুরীকে সেই কথা জানাতেই হাসিতে ফেটে পড়েন দুজনে।

পূর্বের খবরবেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগ
পরবর্তি খবর১৫ বছরের কিশোরের কাছে হেনস্তার শিকার উরফি