অভিনেত্রী পূজারিণী ঘোষের টালিউডে বেশ কয়েক বছর হয়েছে আসার। মডেলিং জগত থেকে অভিনয়ে আসেন তিনি। গত বছরই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘কৈফিয়ৎ’ নামে একটি ছবি। এ ছাড়া অভিরূপ ঘোষ পরিচালিত ‘ওঝা’ ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।
এদিকে এ অভিনেত্রী কড়া ডায়েট করতে গিয়ে বিপদে পড়েছেন। এমন বিপদ যে আসবে, তা আগে থেকে অনুমানও করতে পারেননি পূজারিণী। ফলও হয়েছে ভয়াবহ। অসুস্থ হয়ে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কড়া ডায়েট অনুসরণ এবং স্ট্রেসের কারণে আচমকাই অভিনেত্রীর রক্তচাপ কমে যায়। এর ফলে তিন বার জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন।
পূজারিণী বলেন, শুধু খবরে থাকার জন্য কাজ করতে আমি রাজি নই। কাজের ক্ষুধা অবশ্যই আছে। কিন্তু যে কাজ আমাকে তৃপ্তি দেবে না, সে রকম চরিত্রে অভিনয় করতে রাজি নই। কাজের সংখ্যা কমলে টালিউডে অনেকেই নাকি নিরাপত্তাহীনতায় ভোগেন। পূজারিণী কিন্তু সে পথের মেয়ে নয়।
উল্লেখ্য, জেএল ফিফটির মতো হিন্দি ওয়েব সিরিজে অভয় দেওলের সঙ্গে অভিনয় করেছেন পূজারিণী ঘোষ। তার ঝুলিতে রয়েছে অন্য রূপকথা এবং আশমানি ভোর নামে দুটি ছবি।