এশীয় বংশোদ্ভূত যারা ট্রাম্প প্রশাসনের নেতৃত্ব দেবেন

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এক অবিস্মরণীয় জয় নিয়ে আজ হোয়াইট হাউজের বাসিন্দা হতে যাচ্ছেন তিনি। দ্বিতীয় মেয়াদকালে তার প্রশাসনে বড় ধরনের পরিবর্তন আনয়ন করা হয়েছে। তার নীতিমালা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বিশ্বমঞ্চে ভূমিকা কেবল যুক্তরাষ্ট্রের জনগণের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভায়, হোয়াইট হাউজ ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এশীয় বংশোদ্ভূত যারা দায়িত্ব পালন করবেন, এখানে তাদের পরিচিতি তুলে ধরা হলো:

১. শ্রীরাম কৃষ্ণান: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান উদ্যোক্তা শ্রীরাম কৃষ্ণানকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি মাইক্রোসফট, টুইটার, ইয়াহু এবং ফেসবুকের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন।

২. কাশ প্যাটেল: কাশ্যপ ‘কাশ’ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক পদে মনোনীত করেছেন ট্রাম্প। তিনি নিউইয়র্ক থেকে আইন ডিগ্রি অর্জন করেন এবং ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে আন্তর্জাতিক আইনে সনদপ্রাপ্ত। কাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত।

৩. হারমিত কে ধিলোঁ: মানবাধিকার বিষয়ক আইনজীবী হারমিত কে ধিলোঁকে মানবাধিকারসংক্রান্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে বহু বিখ্যাত মামলা পরিচালনা করেছেন।

৪. উষা চিলুকুরি ভেন্স: উষা চিলুকুরি ভেন্সকে সেকেন্ড লেডি অব আমেরিকা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের স্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। উষা ভারতীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত।

৫. ডা. জয় ভট্টাচার্য: কলকাতায় জন্মগ্রহণকারী ডা. জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH)-এর পরিচালক পদে মনোনীত করা হয়েছে। তিনি সায়েন্টিফিক এবং হেলথকেয়ার লিডারশিপে ভারতীয়-আমেরিকানদের গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

৬. বিবেক রামস্বামী: বিবেক রামস্বামীকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সর্বোচ্চ পদে বসানো হচ্ছে। তিনি একজন সফল উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে পরিচিত।

৭. তুলসি গ্যাবার্ড: সাবেক কংগ্রেসওম্যান এবং ২০২০ সালের প্রেসিডেন্সিয়াল প্রার্থী তুলসি গ্যাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স (DNI)-এর পরিচালক করা হয়েছে। তিনি হাওয়াই থেকে নির্বাচিত প্রথম হিন্দু কংগ্রেসওম্যান।

লেখক: সাংবাদিক

পূর্বের খবরবিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, বিজিবিও করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তি খবরপুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চূড়ান্ত