লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর শক্তিকেন্দ্র হিসেবে পরিচিত শহরতলীতে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত একটানা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো শহর বারবার কেঁপে ওঠে, বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও প্রায় ৩০ মিনিট ধরে বিস্ফোরণের লাল-সাদা ঝলকানি দেখা যায়।
হিজবুল্লাহর শক্তিকেন্দ্র বৈরুতের দাহিয়ায় বৃহস্পতিবার রাত থেকে টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর গত কয়েকদিনের এসব হামলায় তার উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে রয়টার্স।
আর সাফিয়েদ্দিনকে নিয়ে হিজবুল্লাহ এ পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল লেবাননে তাদের হামলা বিস্তৃত করা শুরু করেছে, শনিবার প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চলীয় সুন্নি প্রধান শহর ত্রিপোলিতে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডানিয়েল হ্যাগারি জানিয়েছে, তারা লেবানন থেকে তৎপরতা চালানো হামাসের দুই সদস্যকে হত্যা করেছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, শনিবার রাতে বৈরুতের দক্ষিণাংশের এলাকাগুলোতে অন্তত আটবার আঘাত হানা হয়ে। বিমানবন্দরের কাছেও কিছু হামলা হয়। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল।
ইসরায়েলের সামরিক মুখপাত্র হ্যাগারি শনিবার জানান, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন আর ইরানের সমর্থনপুষ্ট বাহিনীটির ২০০০ লক্ষ্যস্থল ধ্বংস করে দেওয়া হয়েছে। হিজবুল্লাহ তাদের কতোজন যোদ্ধার মৃত্যু হয়েছে তা প্রকাশ করেনি।
ইসরায়েলের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান এ পর্যন্ত তাদের নয়জন সেনা নিহত হয়েছেন।
লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় লেবাননের কয়েকশ বেসামরিকের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইসরায়েল বলছে, তাদের উত্তরাঞ্চলে গত বছরের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া হিজবুল্লাহর আক্রমণে ৬০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, তাদের নিরাপদে নিজ বাড়িতে ফিরিয়ে আনতেই লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করেছে তারা।
এস/ভি নিউজ