ঈশ্বরদীতে লিচুবাগান থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার

আশরাফুল আবেদীন; পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহঃস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচরা গ্রামের কাঁঠালতলার একটি লিচু বাগান থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক বড়ইচারা গ্রামের কাঁঠালতলা এলাকার কাঠ ব্যবসায়ী মজিবুর রহমানের ছোট ছেলে নয়ন (২৭)। নয়ন জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে ময়লা ফেলতে গিয়ে এক নারী একটি মৃতদেহ বাগানে পড়ে থাকতে দেখেন। নারীটি মৃত দেহটি দেখে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসলে তারা নয়নকে চিনতে পারেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রক্তাক্ত যুবকের মৃতদেহটি প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

এস/ভি নিউজ

পূর্বের খবরদূর্গা পূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জাসদের শুভেচ্ছা
পরবর্তি খবরসাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং