ঈদ ও পূজার ছুটি নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত

আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি তিন দিনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা হবে। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য এই সভায় উত্থাপনের কথা রয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবে দুই ঈদে ছুটি পাঁচ দিন করে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, এছাড়া দুর্গাপূজার ছুটি বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে।

এছাড়া এদিন প্রত্যাগত অভিবাসী নীতিমালা অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। এর বাইরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে টেবিলে উত্থাপন হতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্র তথ্য দিয়েছে গণমাধ্যমকে।

এস/ভি নিউজ

পূর্বের খবরCA for enhanced trade cooperation between Bangladesh and Bhutan
পরবর্তি খবরঈশ্বরদীর এক মাদ্রাসার অধ্যক্ষ দীর্ঘদিন যাবত অনুপস্থিত শিক্ষা কার্যক্রম ব্যাহত