ঈদে মুক্তির দৌড়ে ছয় সিনেমা

 

ভিনিউজ ডেস্ক : প্রতি বছর দুই ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে; কয়েক বছর ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে চলচ্চিত্রজগতে। গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পায় ১২টি সিনেমা। এ বছর ঈদুল ফিতরে মুক্তির মিছিলে রয়েছে ছয় সিনেমা। আজ থাকছে মুক্তির মিছিলে থাকা এসব সিনেমা নিয়ে আয়োজন-

শাকিব খানের বরবাদ

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘বরবাদ’ মুক্তি পাবে ঈদুল ফিতরে। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। ভক্তরা তাকে ভালোবেসে ‘কিং খান’,’বস’,’নবাব’সহ একাধিক উপাধিতে ভূষিত করেছেন। সব সময় নতুনত্ব ও চমক দিয়ে বড়পর্দায় হাজির হন ঢাকাই সিনেমার এ মেগাস্টার।

শাকিব খান বলেন, ‘সিনেমাটি আমার আগের সব ছবি ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের সাত মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফান করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।’ প্রিয়তমার পর দ্বিতীয়বার ইধিকা পালের সঙ্গে জুটি বাঁধবেন শাকিব খান। এ ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে টলিউড নায়িকা নুসরাত জাহানকে।

 

আফরান নিশোর দাগি

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ব্লকবাস্টারের সঙ্গে বেশ ভালো প্রতিযোগিতা করেছিল নিশোর অভিষিক্ত সিনেমা। এবার ঈদেও দুই তারকা মুখোমুখি হতে চলেছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে আফরান নিশোর ‘দাগি’। মূল চরিত্রে নিশোর সঙ্গে দেখা যাবে তমা মির্জাকে। নিশোর মতো তিনিও প্রায় দেড় বছর বিরতির পর আসছেন ক্যামেরার সামনে।

একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

সিয়াম আহমেদের জংলি

২০২৪ সালের শুরুতে শুটিং হয় এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। গত বছর যখন প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ওই বছরেরই ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে শুটিংয়ের কিছু অংশ বাকি থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে চলতি বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

এ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ছবিতে নিজের চরিত্রটি প্রসঙ্গে সিয়াম ফেসবুকে লিখেছেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর।’

 

বুবলীর পিনিক

জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় থাকছেন আদর আজাদ ও শবনম বুবলী। ‘পিনিক’ ছবিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এ ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’ সিনেমাটিতে আদর আজাদ, শবনম বুবলী ছাড়াও অভিনয় করছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী।

 

বাঁধনের এশা মার্ডার

ঈদুল ফিতরের মতো বড় উৎসবে দেখা যাবে বাঁধনকে। এবার আর নাটক নয়, সোজা সিনেমা নিয়ে ঈদের আয়োজনে ফিরবেন তিনি। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। কপ ক্রিয়েশন ও বিঞ্জের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সানী সানোয়ার পরিচালিত ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের বেস্টটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি শেয়ার করব।’

 

খোদা হাফেজ

অনীক বিশ্বাস পরিচালিত এ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে নতুন নায়ক ম্যাক দিদারের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিপা রিয়েলি। আসছে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। দিদার বলেন, ‘খোদা হাফেজ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। ছবির টিজারে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি হিউম্যান ট্রাফিকিংয়ের গল্পের এ সিনেমাটি দর্শকের পছন্দ হবে। এতে আমি সিক্স প্যাক নিয়ে আসছি। এজন্য ফাইট শিখতে, বডি ট্রান্সফর্ম করতে অনেক সময় দিতে হয়েছে।’ সিনেমায় আরও রয়েছেন সাঞ্জু জন, আমান রেজা, যুবরাজ প্রমুখ।

 

 

পূর্বের খবরভালো খেলেও ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র বাংলাদেশের
পরবর্তি খবরস্বাধীনতার ৫৩ বছর: যেভাবে পরিকল্পনা করা হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’