করোনাভাইরাসের ভয়াবহ কবলে পড়েছে ইরান। এই প্রেক্ষিতে ফার্সি নববর্ষের ভাষণ বাতিল করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনী। সর্বোচ্চ নেতার দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
করোনাভাইরাস নির্মূলে ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশাবলী ইরানের জনগণ যথাযথ ভাবে মেনে চলবে বলেও সর্বোচ্চ নেতার দপ্তর থেকে দেয়া বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
প্রতি নববর্ষে ইরানের পবিত্র নগরী মাশহাদের হজরত ইমাম রেজা(আ) মাজার থেকে এ ভাষণ দেন তিনি।
ইরানে চলমান করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের সুপারিশের আলোকে এবারের নববর্ষের ভাষণ বাতিল করা হয়।
ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ফার্সি নববর্ষের অনুষ্ঠান বাতিল করা হয়। মার্চ মাসের ২০ তারিখে ফার্সি নতুন বছর শুরু হবে।