ইন্দোনেশিয়ায় একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে দক্ষিণাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১৩ জন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনতারা এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা আনতারা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ১৫০ মিটার (৫০০ ফুট) নিচে একটি নদীতে পরে যায়। নদীতে পরে যাওয়ার আগে রাস্তায় সংঘর্ষ হয়েছিল কিন্তু অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লাগেনি। হতাহত ও বেঁচে যাওয়া অনেককে সুমাত্রারে পাগারালামের বাসমাহ হাসপাতালে নেওয়া হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান চলছিল। বাসটির ভেতরে কিছু যাত্রী রয়ে গেছে।
সূত্র : আল-জাজিরা, গার্ডিয়ান