আইসিসির প্যানেলভুক্ত হয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার সালিমা ইমতিয়াজ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত হওয়ায় এখন থেকে আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টে ম্যাচ পরিচালনা করতে পারবেন ৫২ বছর বয়সী এই আম্পায়ার।
২০২২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় সালিমার। এখন পর্যন্ত মেয়েদের ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন তিনি।
সালিমা পাকিস্তানের নারী দলের ক্রিকেটার কাইনাত ইমতিয়াজের মা। ২০১০ সালে অভিষেক হওয়া ৩২ বছর বয়সী অলরাউন্ডার কাইনাত পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
সোমবার রাতে মুলতানে শুরু হতে যাওয়া পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা নারী দলের টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিং করতে দেখা যাবে সাালিমাকে। তবে মেয়ে কাইনাতকে অবশ্য মাঠে পাচ্ছেন না তিনি।মাতৃত্বকালীন ছুটিতে থাকায় অনেক দিন হলো খেলা থেকে দূরে আছেন কাইনাত। তবে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে।
পাকিস্তান থেকে প্রথম হলেও বাংলাদেশ থেকে আগেই সেই সুখবর পেয়েছে বাংলাদেশ। গত মার্চে প্রথমবারের মতো আইসিসির প্যানেলে যুক্ত হয়েছেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানি ও চম্পা চাকমারা।
এস/ভি নিউজ