নয়াদিল্লি: চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই আরও Spice-2000 বোমা কিনছে ভারত৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ হামলা চালায় পাক মদতপুষ্ট জইশ জঙ্গিগোষ্ঠী৷ এর বদলা নিতেই ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ঢুকে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা৷ বালাকোটে এয়ার স্ট্রাইকের সময় Spice-2000 বোমাই ব্যবহার করা হয়েছিল৷
গালওয়ানে সংঘর্ষের ঘটনায় নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন উত্তেজনা চরমে উঠেছে। দু’দেশই সামরিক সরঞ্জাম জড়ো করেছে সীমান্তে। টি-৯০ ট্যাঙ্ক, আকাশ মিসাইল-সহ একাধিক অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র মোতায়েন করেছে ভারত। চিনকে কড়া জবাব দিতে জুলাই মাসেই ফ্রান্স থেকে আসছে ৪টি রাফায়েল যুদ্ধবিমান। পাশাপাশি, ইজরায়েল থেকে আরও Spice-2000 বোমা কেনার পরিকল্পনা করেছে কেন্দ্র।
উল্লেখ্য, চিনের সঙ্গে সীমান্তে উত্তেজনা বাড়ার পরই ভারতের তিন সামরিক বাহিনীকে জরুরি প্রয়োজনে অস্ত্র কিনতে বিশেষ আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, সেই ক্ষমতাকে কাজে লাগিয়েই এই স্পাইস ২০০০ বোমা কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বায়ুসেনা৷
স্পাইস ২০০০ বোমাগুলি ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম৷ নতুন স্পাইস ২০০০ বোমাগুলি শত্রুপক্ষের বাঙ্কার এবং শক্তপোক্ত ঘাঁটি অনায়াসেই ধ্বংস করে দিতে পারে৷ স্পাইস ২০০০ বোমা যে কোনও উন্নত ফাইটার জেট থেকে ছোঁড়া যায়। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে স্পাইস 2000 বোমা রয়েছে। তবে তার পরেও আরও এই বোমা মজুত করতে চাইছে ভারতীয় বায়ুসেনা।