ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ২৭ দেশের এ জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
বিএনপির পক্ষ থেকে দেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র উত্তরণে নির্বাচনের অপরিহার্যতা, গণঅভ্যুত্থান-পরবর্তী একটি প্রতিবেশী দেশের মিথ্যা প্রচারণা থেকে শুরু করে নানা বিষয় তুলে ধরা হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান– বৈঠকে ইতালি, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।