আসছে পরীমণির ‘ডোডোর গল্প’

 

অভিনেতা সাইমন সাদিকের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি আনছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। ছবিটির নাম ‘ডোডোর গল্প’। একবছর চার মাস ২৩ দিন পর সম্প্রতি শেষ হয়েছে ছবিটির শুটিং। অতঃপর, বাকি কিছু কাজ শেষে এরপর থাকবে শুধু ছবিটির মুক্তির অপেক্ষা!

‘ডোডোর গল্প’ ছবির শুটিং শেষ হওয়ার এই খুশির খবরটি এক ভিডিও বার্তায় জানিয়েছেন পরীমণি নিজেই। ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে পরীকে বলতে শোনা যায়, ‘অবশেষে ১৬ মাস শেষে আমাদের ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ হয়েছে। আমরা সবাই খুশি। এখন বাড়ি যাব’।


পরী আরও জানান, গল্পের কারণে মাঝে শুটিংয়ে কিছুটা বিরতি হয়। তবে কাজটি ভালোভাবে যত্ন নিয়ে কারায় তিনি বেশ উচ্ছ্বসিত। এছাড়াও পরীর কাছে এই সিনেমাটি অনেক স্পেশাল। কারণ ‘ডোডোর গল্প’ দিয়ে তিনি মাতৃত্বকালীন বিরতি থেকে প্রায় দুই বছর পর শুটিংয়ে ফেরেন। তাই নিজের সর্বোচ্চ দিয়ে কাজটি করেছেন এই নায়িকা।

পরী বলেন, ‘আমার কছে প্রতিটি সিনেমাই গুরুত্বপূর্ণ। কারণ অভিনয় করতে আমি ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আমার দর্শকের জন্য আরও একটি সিনেমার শুটিং সম্পন্ন করলাম। আশা করছি এটি সবার পছন্দ হবে।’

 

পূর্বের খবর‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন ফখরুল, খসরু
পরবর্তি খবরHow Alexander the Great redrew the map of the world