আলোর পথে যাচ্ছেন কারিনা

 

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার এক মাস পার হয়েছে। অনেক প্রতিকূলতা পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছেন সাইফ-কারিনা দম্পতি। এরই নতুন সিনেমা ‘জুয়েল থিফ’র প্রচারে অংশ নিয়েছেন সাইফ। অন্যদিকে কারিনা সংসার দেখভালের পাশাপাশি নিজের পেশাতেও পুরোদমে মনোনিবেশ করেছেন।

সাইফের পরিবার ক্রমেই ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা করছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শুটিংয়ে ফিরেছেন কারিনাও। কিছুদিন আগে তারা ছোট ছেলে জেহর জন্মদিনের অনুষ্ঠান করেছেন। এর মধ্যে কাপুর পরিবারে বিয়ে। বিয়েতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্বামী সাইফকে ছাড়াই দেখা যায় কারিনাকে। বাড়ি ফিরে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এ নায়িকা।


১৬ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পাতৌদী পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা। সাইফের ভাষ্যমতে, অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সবাইকে ডাকছিলেন। তারপর থেকে টানা সংবাদের শিরোনামে রয়েছে পাতৌদী পরিবার। যদিও সাইফ এখন অনেকটাই সুস্থ। এবার কারিনা ইনস্টাগ্রামে লিখলেন, ‘অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগোচ্ছি, সব খারাপ দূরে সরিয়ে আনন্দের দিকে এগোচ্ছি। ভালোবাসার উদযাপন করছি পরিবারের সঙ্গে।

কারিনা এমনটা লেখার পর তার অনুরাগীরা ভাবছেন-কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী। কেউ কেউ বলেছেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনা কাটিয়ে উঠছেন কারিনা। সেই তাই অন্ধকার পেরিয়ে আলোর পথে যাত্রার কথা বুঝিয়েছেন এ অভিনেত্রী।’

 

পূর্বের খবরস্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকবেন জামায়াত আমির
পরবর্তি খবরশুদ্ধ সংস্কৃতি চর্চার যোদ্ধা হিসেবে নিজেকে ভেবে আসছি: ফেরদৌস আরা