‘আয়রন ডোম’ তৈরির প্রতিষ্ঠানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধাস্ত্র তৈরির প্রতিষ্ঠান ‘রাফায়েল কোম্পানির’ কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি ‘আয়রন ডোম’ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা হিসেবে পরিচিত। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। যুদ্ধাস্ত্রের পাশাপাশি উচ্চ-প্রযুক্তির বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণ করায় সুনাম রয়েছে এই প্রতিষ্ঠানের।

হিজবুল্লাহর দাবি, গত সপ্তাহে লেবাননে পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানোর জবাবে পাল্টা হামলা চালিয়েছে তারা।

সংগঠনটি আরও জানিয়েছে, কয়েক ডজন ফাদি ১ ও ফাদি ২ ক্ষেপণাস্ত্র এবং কাতিউশা রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের হাইফা এলাকার উত্তরে অবস্থিত রাফায়েলের কার্যালয়ে এই হামলা চালানো হয়।

হিজবুল্লাহর মতে, এই হামলা ‘মঙ্গলবার ও বুধবার লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি শত্রুদের নৃশংস গণহত্যা-প্রচেষ্টার প্রতি প্রাথমিক জবাব।’

রাফায়েলের ওয়েবসাইটে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোমে’ ব্যবহৃত রকেট, স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সহ আরও বিভিন্ন আধুনিক মারণাস্ত্রের বিস্তারিত তথ্য দেখা গেছে।

গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। অভূতপূর্ব এই হামলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা আছে বলে ধারণা করা হচ্ছে। এতে ৩৭ জন নিহত ও তিন হাজার আহত হন।

এরপর বৃহস্পতিবার রাতে লেবাননে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় লেবাননের সশস্ত্র সংগঠনটির শ’র বেশি রকেট লঞ্চার ধ্বংস হয়েছে বলে দাবি করে ইসরায়েল।

শুক্রবার দক্ষিণ বৈরুতের শহরতলিতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান বাহিনীর’ নেতা ইব্রাহিম আকিলকে হত্যা করে ইসরায়েল।

গত সপ্তাহে ইসরায়েল হামাসের বিরুদ্ধে চলমান সংঘাতে দেশটির উত্তর সীমান্তে হিজবুল্লাহর হুমকি দূর করাকে নতুন লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করে।

এরপর থেকেই স্বাধীন দেশ লেবাননের ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল।

এস/ভি নিউজ

পূর্বের খবরহার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না: চিকিৎসক
পরবর্তি খবরযুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভারতীয় অ্যামেরিকানদের প্রভাব