আমরা কি এতই বোকা, একজনকে ৫ বিলিয়ন দেব?

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি সাংবাদিকদের বলেন, আমরা কি এতই ‘ক্রেইজি’ হয়ে গেছি যে, একজনকে ৫ বিলিয়ন ডলার দেব? একটা প্রকল্প শুরু হলো আর ৫ বিলিয়ন দিয়ে দিলাম!

রোববার (২৫ আগস্ট) আগারগাঁওয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৫ বিলিয়ন ডলার ঘুস দেয়ার বিষয়টিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ কোটি ডলারের (৫৯ হাজার কোটি টাকা) বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। এই কাজে তার ছেলে সজিব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহায়তা করেন বলেও গ্লোবাল ডিফেন্স কর্পের ১৭ আগস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এস/ভি নিউজ

পূর্বের খবরসচিবালয়ে অবরুদ্ধ সমন্বয়ক হাসনাত, রাজুতে আসতে বললেন সবাইকে
পরবর্তি খবরবাংলাদেশে সমাজ-সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি : মির্জা ফখরুল