আবারও ৫ দিনের রিমান্ডে দীপু মনি-সালমান-পলক-মামুন

রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) এ বিষয়ে শুনানি শেষে ঢাকার সিএমএম আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্বের খবরঅভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসায় নেপাল ও ফ্রান্সের বিশেষজ্ঞরা
পরবর্তি খবর৮ দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ঐক্য পরিষদের