আজ শেষ বাণিজ্য মেলা: উপচে পড়া ভিড়

 

মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন শুক্রবার (৩১ জানুয়ারি)। একদিকে মেলার শেষ দিন,
এদিন সকাল থেকেই মেলায় ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ে দর্শনার্থীর সংখ্যা। দুপুরের পর মেলা প্রাঙ্গণে ক্রেতা-দর্শনার্থীদের তীব্র ভিড় দেখা যায়। বিশেষ করে গৃহস্থালির নানা পণ্য, খাবার, ইলেকট্রনিকস, ক্রোকারিজসহ সব পণ্যে নানা অফার থাকায় সবাই কিছু না কিছু কিনে বাড়ি ফিরছেন।

মেলায় পরিবার নিয়ে আসা এক ক্রেতা বলেন, আগারগাঁওয়ে যখন মেলা হত তখন ব্যাপারটাই অন্যরকম ছিল। এখানেও খারাপ না। তবে বিদেশি স্টলের সংখ্যা বাড়ানো গেলে আরো বেশি মানুষ আসবে বলে আমি মনে করি।

এদিকে মেলার শেষ দিনে বিভিন্ন পণ্যে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোনো কোনো স্টল। সেসব পণ্যও বিক্রি হচ্ছে দেদার।

তবে বিক্রেতারা বলছেন, মেলার শেষের দিকে বেচাকেনা বাড়লেও, খুব একটা লাভের মুখ তারা দেখছেন না। তারা মেলার সময় বাড়ানোর দাবি জানালেও কর্তৃপক্ষ তাতে সায় দেয়নি।

গত ১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন। মাসব্যাপী আয়োজন শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন। তবে শেষ দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

পূর্বের খবর‘ছাত্রলীগ কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার
পরবর্তি খবরনতুন আকাঙ্খার আগামীকাল শুরু হচ্ছে একুশে বইমেলা