আজ থেকে রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীরা

শোকের মাস উপলক্ষে আজ রোববার থেকে রাজপথে অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশের প্রতিটি ওয়ার্ড, প্রতিটি জেলা, মহানগর ও থানা সদরে আজ সমাবেশ করবে দলটি।

শনিবার (৩ আগস্ট) জেলা পর্যায়ের নেতাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্ষমতাসীন দলটি।

জানা গেছে, সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি-৩২-এর বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে আওয়ামী লীগ। সেই সঙ্গে তাদের শক্তি দেখাতে শোক মিছিলে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করবে দলটি।

শনিবার এ কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দলটি শুক্রবার ও শনিবারের জন্য কর্মসূচি নির্ধারণ করেছিল। কিন্তু কোনো সংঘাত চায় না বলে সেসব কর্মসূচি এড়িয়ে গেছে।’

এস/ভি নিউজ

পূর্বের খবরদুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত
পরবর্তি খবরগাজায় স্কুলে ইসরায়েলের বর্বর হামলা, নিহত অন্তত ১৭