স্টার্ফ রিপোর্টার: বুধবার (৩০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিং এ বলেন, আগামী বছরটা অর্থনীতির জন্য ভালো যাবে বলে আশা করা যায়। এখনো আমাদের অর্থনীতি ভালো আছে। যদিও করোনার ধাক্কায় পৃথিবীর বহু দেশ এমন কি এশিয়ার দেশগুলোও বিপর্যস্ত সেখানে আমরা বেশ ভালোই করছি।
তিনি বলেন, আমাদের উৎপাদন ভালো আছে। চলতি বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ৪ শতাংশ কমে যাবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক-আইএমএফ। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। আমরা বেশ ভালো করেছি।