আগামীকাল চালু হচ্ছে মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশন

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে চালু হচ্ছে মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশন। ইতিমধ্যে স্টেশনের প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করেছে ডিএমটিসিএল।

সোমবার (১৪ অক্টোবর) উত্তরায় মেট্রো রেলের প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশনের প্রয়োজনীয় মেরামত ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে।

এতে বলা হয়, গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন দুটি ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষাপটে সরজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য গত ২০ জুলাই ডিএমটিসিএল থেকে একটি আট সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়। কারিগরি কমিটি সরজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে গত ১৪ আগস্ট প্রতিবেদন দাখিল করে।
প্রতিবেদনটি গত গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা গত ২২ আগস্ট মিরপুর-১০ এবং ২ সেপ্টেম্বর মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে দ্রুত স্টেশন দুটি মেরামত করে জনসাধরণের জন্য চালুর নির্দেশনা প্রদান করেন। এরপর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ সেপ্টেম্বর ৭ সদস্যবিশিষ্ট একটি ‘ওভারসাইট’ কমিটি গঠন করে। কমিটি গত ১৫ সেপ্টেম্বর সভা করে প্রতিটি মেট্রো রেল স্টেশন দুই ফেইজে মেরামত করে চালু করার কৌশল গ্রহণ করে।

ফেইজ-১এ মেট্রো ট্রেন পরিচালনার জন্য অত্যাবশ্যকীয় কাজগুলো সম্পাদন করে মেট্রো ট্রেন পরিচালনা করা হবে এবং ফেইজ-২-এ মেট্রো রেল স্টেশন দুটি চালু হওয়ার পর কম গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করা হবে। এ ছাড়া ওই সভায় কম ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রে রেল স্টেশন চালুর বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। সেই পরিপ্রেক্ষিতে কমিটি সরজমিনে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন পরীক্ষ-নিরীক্ষা করে মেরামতের উদ্যোগ গ্রহণ করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এরই ধারাবাহিকতায় দেশীয় গ্লাস ও আইটি কম্পিউটার সামগ্রী ব্যবহার করে ডিএমটিসিএলের প্রকৌশলীরা ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক গঠিত ‘ওভারসাইট’ কমিটির পরামর্শক্রমে প্রয়োজনীয় সংস্কার শেষে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু করা হয়। অর্থাৎ বন্ধ হওয়ার প্রায় দুই মাস পরই কাজীপাড়া মেট্রো রেল স্টেশন আবার চালু করা হয়।

‘ওভারসাইট’ কমিটি দ্বিতীয় দফায় গত ২৫ সেপ্টেম্বর একটি সভা করে। সভার সিদ্ধান্তের আলোকে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন ডিএমটিসিএলের প্রকৌশলী এবং দেশীয় আইটি কম্পিউটার পণ্য সরবরাহের মাধ্যমে দ্রুত চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ডিএমটিসিএলের প্রকৌশলী এবং দেশীয় আইটি কম্পিউটার পণ্য সরবরাহের মাধ্যমে ১৫ অক্টোবর অর্থাৎ দুই মাস ২৭ দিন পর মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন চালু হরা হচ্ছে।

জানা যায়, বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর ও হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় মেট্রো রেলের মিরপুর-১০ স্টেশনটি। এর পর থেকেই বন্ধ ছিল স্টেশনটি।হামলার ঘটনার পর বিগত আওয়ামী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে গিয়ে জানিয়েছিলেন, স্টেশনটি চালু করতে এক বছরের বেশি সময় লাগবে। তবে দুই মাস ১৭ দিন পর মঙ্গলবার চালু হচ্ছে মেট্রো রেল মিরপুর-১০ স্টেশন।

এস/ভি নিউজ

পূর্বের খবরদ্রুত নির্বাচন দেওয়া হবে : ধর্ম উপদেষ্টা
পরবর্তি খবরগণমাধ্যমে জীবিতদের ছবি নিষিদ্ধ করে তালেবানের আইন