আকাশ মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

আগামী ২৪ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময় পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এসময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এছাড়া, আগামী পাঁচদিনের প্রথমদিকে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানায় সংস্থাটি।

পূর্বের খবরদেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি: সেনাপ্রধান
পরবর্তি খবরজামিনে মুক্ত হলেন শমসের মুবিন চৌধুরী