বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মা নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
মাহবুবুল আলম হানিফ এমপি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন যে, তিনি এই কঠিন সময়ে আফম বাহাউদ্দিন নাসিম এবং তার পরিবার ও বন্ধুদের সাথে সর্বদা রয়েছেন।
মাহবুবুল আলম হানিফ সর্বশক্তিমানের কাছে উনার আত্মার শান্তি কামনা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মা নুরজাহান বেগম করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান বেগম কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। এক সপ্তাহের বেশি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।