আইপিএল-এর বাকি ম্যাচ কবে থেকে, জানিয়ে দিল বিসিসিআই, প্রথম দিনেই কেকেআর

আইপিএল-এর বাকি ম্যাচ কবে থেকে, জানিয়ে দিল বিসিসিআই, প্রথম দিনেই কেকেআর

ভিনিউজ ডেস্ক : ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত করা হয়েছিল আইপিএল। ফের তা শুরু হচ্ছে। কবে কোথায় প্রথম খেলা জানাল বিসিসিআই।

পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচ মাঝপথেই বন্ধ করা হয়েছিল। ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই তার পরদিনই একসঙ্গে বসে সিদ্ধান্ত নেয় জাতীয় স্বার্থে আইপিএল স্থগিত করা হল।

কবে তা ফের চালু হবে তা জানায়নি বিসিসিআই। তবে ২ দেশের মধ্যে সংঘর্ষ বিরতি লাগু হওয়ার পর বিসিসিআই কর্তারা সরকার, সুরক্ষা বিভাগ ও আইপিএল-এর দলগুলির মালিকদের সঙ্গে কথা বলেন।

তাতেই সিদ্ধান্ত হয় ফের চালু হবে আইপিএল। খেলা হবে বাকি ম্যাচগুলি। যা শুরু হবে ১৭ মে। প্রথম দিনের খেলা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর।

বিসিসিআই জানিয়ে দিয়েছে আইপিএল শেষ হবে ৩ জুন তারিখে। আপাতত নতুন ক্রীড়াসূচিতে মাত্র ৬টি মাঠেই খেলা হবে। অন্য কোনও মাঠে নয়। প্লেঅফের খেলাগুলি কোন মাঠে হবে তা এখনও জানায়নি বিসিসিআই। ফাইনাল ম্যাচ হবে ৩ জুন।

 

পূর্বের খবরআবারও রেকর্ডের পথে রেমিট্যান্স
পরবর্তি খবরআওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য নয়